মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্য মো. শরীফ হোসেনের লাশের অপেক্ষায় স্বজনরা প্রহর গুনছেন।
তবে মৃতদেহ কবে দেশে বা গ্রামের বাড়ি আসবে এর সঠিক কোনো তথ্য দিতে পারেনি কেউ। কিন্তু সেনাবাহিনীর হেড কোয়ার্টার থেকে বলা হয়েছে মরদেহ দেশে পৌঁছালে জানানো হবে।
নির্দিষ্ট কোনো সময় তারা দেয়নি বলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে জানিয়েছেন শরীফের ছোট ভাই কাউসার তালুকদার।
এদিকে বৃহস্পতিবার দুপুরের দিকে ওই পরিবারকে সান্ত্বনা দিতে আসেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল। এসময় নিহতের ছোট ভাই কাউসারকে সরকারি চাকরি অথবা নিজস্ব প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন।
এর আগে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা করেন এবং আগামীতে সরকারি ও ব্যক্তিগত সকল সহায়তা দিয়ে অসহায় পরিবারটির পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এক্স সোলজারস এসোসিয়েশন বেলকুচি উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব) আইয়ুব আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহত সৈনিকের বাড়িতে এসে সহায়তা ও সমবেদনা জ্ঞাপন জানান।