• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৪:২৫ পিএম
স্ত্রীর রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে শুক্রবার (৮ জানুয়ারি) সকালে স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে মৃত্যুর কারণ জানতে স্বামী হিমাংশু রায়কে আটক করা হয়।সন্ধ্যায় পুলিশ হেফাজতেই মৃত্যু হয় তার। পরিবারের দাবি, তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তবে পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদ শেষে একটি রুমে একা রাখা হলে তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।

জানা যায়, সকালে উপজেলার পূর্ব কাদমা মালদাপাড়া গ্রাম থেকে স্ত্রী সবিতা রানীর (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ উদঘাটন করতে এ সময় স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসা হয়। সন্ধ্যায় পুলিশ হেফাজতে তার স্বামীর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হিরন বর্মণ বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

হিমাংশুর বড়ভাই সুধীর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, “আমার সুস্থ ভাইকে ধরে নিয়ে যায় পুলিশ। থানা হেফাজতে কীভাবে মারা গেল আমার ভাই।”

তার ভাইকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বলে তিনি বিচার দাবি করেন। 

Link copied!