• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীকে হত্যার পর থানায় ফোন করে পুলিশ ডাকেন স্বামী


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৯:১৭ এএম
স্ত্রীকে হত্যার পর থানায় ফোন করে পুলিশ ডাকেন স্বামী

পারিবারিক কলহের জেরে টাঙ্গাইলের ঘাটাইলে স্বামীর হাতে মিনারা (২২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী আমিনুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পণ্ডিত কাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।আমিনুল ইসলাম ওই গ্রামের শামছুলের ছেলে।

রোববার (২১ নভেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, “স্ত্রীকে হত্যার পর স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করেন। তিনি (আমিনুল) বলেন, ‘আমার স্ত্রীকে আমি হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান।’ পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করি। তিনি প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকালে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!