• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

স্কুলে এসে দারুণ খুশি কোমলমতিরা


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৫:৫৭ পিএম
স্কুলে এসে দারুণ খুশি কোমলমতিরা

প্রায় দেড় মাস বন্ধের পর দেশের বিভিন্ন স্থানের মতো সিরাজগঞ্জে সশরীরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে।

বুধবার (২ মার্চ) সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। স্কুলে এসে দারুণ খুশি কোমলমতি শিক্ষার্থীরা। সরকারের দেওয়া নির্দেশনা মেনে শুরু হয় এসব শিক্ষপ্রতিষ্ঠানগুলো।

দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে আনন্দিত তারা। শ্রেণিকক্ষগুলো আগে থেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয়।

সিরাজগঞ্জের ৯টি উপজেলার ১ হাজার ৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। চলে ৪টা পর্যন্ত। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোয়া ৪ লাখ শিক্ষার্থী রয়েছে।

সদর উপজেলার দিয়ার বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন বলেন, “প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিত মোটামুটি ভালোই ছিল। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হচ্ছে। তবে এক-দুইদিনের মধ্যে উপস্থিত বাড়বে।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম মণ্ডল বলেন, “শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন (সপ্তাহে ছয় দিন)। শিক্ষার্থীদের উপস্থিত প্রথম দিন খুব একটা ছিল না। তবে আমরা শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার জন্য বলছি। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হচ্ছে। টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না। সকাল থেকে শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়গুলো পরিদর্শন করছেন।”

Link copied!