কক্সবাজারের কুতুবদিয়া থেকে শামসুদ্দিন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়ার মুসা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
শামসুদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা মাওলানা ইসহাকের ছেলে। তিনি দীর্ঘদিন কুতুবদিয়ায় নানাবাড়িতে বসবাস করে ফিশিং ট্রলারের শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারী লোকজন মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, উত্তর ধূরুং এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এরপরও মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।