• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ১০:০১ পিএম
স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়নের হাট শ্রীকোল গ্রামে রাজিয়া খাতুন (১২) নামে স্কুল পড়ুয়া এক ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) শ্রীকোল গ্রামের নদীর পাশে একটি বাঁশ বাগান থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

রাজিয়া হাট শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে ওই গ্রামের মিখিজ শেখ ও ছবিরন বেগমের মেয়ে।

নিহত রাজিয়ার ভাই রাজু শেখ বলেন, “বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা তিনটার দিকে আমার বোন রাজিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে আমরা তাকে পাইনি। পরে আজ শুক্রবার বেলা ১টার দিকে প্রতিবেশী এক যুবক ছাগল নিয়ে মাঠে ঘাস খাওয়ানোর সময় সে আমার বোনের লাশ দেখতে পেয়ে আমাদের বাড়িতে এসে খবর দেয়। এরপর আমরা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বিকেলে আমার বোনের লাশ উদ্ধার করে।”

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটির গলাকাটা রয়েছে। ঠিক কি কারণে করা তাকে হত্যা করেছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না।
 

Link copied!