• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৯:০৫ পিএম
স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলছাত্রী হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের কন্যা পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করত। স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী বখাটে যুবক সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। পূজা সরকারকে বিরক্ত করত।

পূজা তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ৩ মে পূজার বাড়িতে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে এলোপাতারি তাকে আঘাত করতে থাকে সঞ্জয়। এতে পূজার মৃত্যু হয়। পরে পূজার বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!