কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ১ কেজি আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির বিশেষ টহলদল জেলে পাড়া স্লুইচ গেট এলাকা বরাবর নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধে নিয়মিত টহল কার্যক্রমে ছিল। আনুমানিক রাত পৌনে ১টার দিকে সন্দেহভাজন দুইজন চোরাকারবারীকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের ভেতরে বেড়িবাঁধ অতিক্রম করতে দেখে টহলদল।চোরাকারবারীদের দেখা মাত্রই টহলদল তাদের চ্যালেঞ্জ করে খুব দ্রুত সামনের দিকে অগ্রসর হয়। কিন্তু তারা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে নাফ নদীতে ঝাঁপ দিয়ে রাতের গভীর ঘন কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত সাঁতরিয়ে পার্শ্ববর্তী মিয়ানমার সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।
মোহাম্মদ ইফতেখার আরও জানান, পরবর্তীতে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ৫ কোটি ১৮ লাখ টাকা মূল্যমানের ১ দশমিক ০৩৬ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। চোরাকারবারীদের আটকের জন্য ওই এলাকা ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে পরবর্তী কয়েকঘণ্টা অভিযান পরিচালনা করে। তবে পাচারকারী কিংবা তাদের কোনো সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোনো অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি ফলে চোরাকারবারীদের শনাক্ত করাও সম্ভব হয়নি।
অধিনায়ক বলেন, টেকনাফ ব্যাটালিয়ন টেকনাফ সীমান্তের দায়িত্বভার গ্রহণের পর থেকে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, মানবপাচারসহ সীমান্তে সংঘটিত সকল প্রকার সীমান্ত অপরাধসমূহ প্রতিরোধকল্পে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।