• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

সোনারগাঁওয়ে ২ শিশুসহ ২১ জন করোনায় আক্রান্ত


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৫:০১ পিএম
সোনারগাঁওয়ে ২ শিশুসহ ২১ জন করোনায় আক্রান্ত

সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। আবারও ২ মেয়ে শিশুসহ নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। 

রোববার (১ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ তথ্য জানান।

একদিন আগেও দুই শিশু আক্রান্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার) ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ শতাংশ। নতুন করে সুস্থ হয়েছেন ১৫ জন।

পলাশ কুমার সাহা বলেন, “শনাক্তদের মধ্যে ৯ ও ৬ বছরের ২ মেয়ে শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯১০। মৃত্যুবরণ করেছেন ৪৮ জন।” 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, “গত কয়েকদিনের মধ্যে আজ আক্রান্তের হার কমেছে। এর আগে একটানা কয়েকদিন শতভাগ ছিল। আসুন আমরা আরও সচেতন হই। ঘর থেকে নানা অজুহাতে বের না হই, স্বাস্থ্য বিধি মেনে চলি।”

Link copied!