• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনা

সেই মেয়রকে আ. লীগ থেকে বহিষ্কার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৩:১৬ পিএম
সেই মেয়রকে আ. লীগ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

সোমবার (২০ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৬ ডিসেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিন্ট ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়। এতে সরকার ও আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সমালোচনা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণে নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে মেয়র শাহনেওয়াজ শাহানশাহ অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চড়-থাপ্পড় মারেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মেহের উল্লাহ বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পৌর মেয়র আত্মগোপনে রয়েছেন।

Link copied!