সিলেটে বিভাগে সুস্থতা বেড়েছে


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৬:৪৯ পিএম
সিলেটে বিভাগে সুস্থতা বেড়েছে

সিলেট বিভাগে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। আর নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩১৬ জন।

শনিবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য জানিয়েছেন।

নতুন করে করোনায় প্রাণ হারানোদের মধ্যে তিনজন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়েছে।

নতুন করে সিলেটে ৬২, সুনামগঞ্জে ১০, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৫১। এর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ২৭ হাজার ৮৫১ জন। এছাড়া সুনামগঞ্জে ছয় হাজার ৬১, হবিগঞ্জে ৬ হাজার ২৮১, মৌলভীবাজারে ৭ হাজার ৬ ৮০ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট চার হাজার ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে, সিলেটে মোট প্রাণহানি হয়েছে ১ হাজার ৪৩ জনের। এর মধ্যে সর্বোচ্চ প্রাণহানি সিলেট জেলায় ৭৬০ জন। এছাড়া সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জে ৪৬, মৌলভীবাজারে ৭০ এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৯৫ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩১৬ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন।

Link copied!