• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ১২:৫৩ পিএম
সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে সবধরনের পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সোমবার (২২ নভেম্বর) ভোর থেকে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। 

এই ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হয়েছে বিড়ম্বনায়। সিনজিচালিত অটোরিকশা না চলায় দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের।

এছাড়া দূরপাল্লার কোনো প্রকার যানবাহন না চলায় মানুষ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। অনেকে রিকশায় চলাচল করলেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। সেই সাথে পেশাদার মোটরসাইকেল চালকরাও হাঁকাচ্ছেন লাগামহীন ভাড়া।

নগরের অভ্যন্তরে পায়ে হেঁটে কোনোরকমে গন্তব্যে পৌঁছা গেলেও সকালে বিপাকে পড়েছিলেন কর্মজীবীরা। যারা শহর থেকে বিভিন্ন উপজেলায় গিয়ে অফিস করেন তাদের সীমাহীন ভোগান্তি পোহাতে দেখা গেছে। 

ধর্মঘটে গাড়ি না পাওয়া সাধারণ যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মঘটের নামে এভাবে কিছুদিন পরপর মানুষকে জিম্মি করা হয়। সড়কে কোনো গাড়ি নেই। তাছাড়া আজ চলছে এসএসসি পরীক্ষা। পরিবহন শ্রমিকদের উচিত ছিল অন্তত শিক্ষার্থীদের কথা ভাবা।

এ ব্যাপারে শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, তাদের এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পূর্বঘোষিত। গত ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু প্রশাসন তাদের দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। এজন্য তারা সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করছেন।

শ্রমিকদের ৫ দফা দাবি হলো সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা চালক-শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, প্রহসনের নির্বাচন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবত আদায়কৃত লক্ষ লক্ষ টাকা ফেরত প্রদান, সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালককে প্রত্যাহার করা, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ওপর দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার করা, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ করা, মেয়াদ উত্তীর্ণ শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, শাহপরান সেতু ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ করা এবং চৌহাট্টাসহ সিলেট নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা।
 

Link copied!