সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা, নলকা ও পাঁচলিয়ায় থেমে থেমে চলছে যানবাহন। এতে ২০ কিলোমিটার সড়কজুড়ে দেখা দেয় যানজট।
শুক্রবার (১৮ মার্চ) ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তীব্র যানজটে শুক্রবার ভোর অবধি স্থবির ছিল মহাসড়কটি।
ঝুঁকিপূর্ণ নলকা সেতু এলাকায় নতুন সেতুর কাজের পাশাপাশি মহাসড়ক লেনের উন্নীতকরণের কাজ চলায় সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের এলাকাজুড়ে কোথাও কোথাও ধীরগতি ও থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তি এড়াতে অনেক দূরপাল্লার যানবাহন মহাসড়ক ছেড়ে সিরাজগঞ্জ শহরের রাস্তা দিয়ে চলাচল করছে। ফলে বিড়ম্বনায় পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা।
সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক আব্দুস সালেক জানান, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ফোর লেন নির্মাণকাজ চলমান থাকা, মহাসড়কে সৃষ্ট খানাখন্দ ও ক্ষতিগ্রস্ত সেতুর ফলে সঠিক গতিতে চলতে পারছে না যানবাহন। এতে চাপ বাড়লেই সৃষ্টি হচ্ছে যানজট। মহাসড়কের তিনটি স্পটে থেমে থেমে চলছে যানবাহন। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।