• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সিনহা হত্যার রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ, আপিল করবেন বিবাদীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৫:২৬ পিএম
সিনহা হত্যার রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ, আপিল করবেন বিবাদীরা

মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আদালত যাদের সংশ্লিষ্ট মনে করেছেন, তাদের শাস্তি দিয়েছেন। আমরা আদালতে মূল দুই আসামির মৃত্যুদণ্ড চেয়েছি। বাকিদের সংশ্লিষ্টতা অনুযায়ী শাস্তি চেয়েছি।”

সোমবার (৩১ জানুয়ারি) বেলা ৪.২০ মিনিটে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, “আদালত মূল দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বাকিদের যাবজ্জীবন দিয়েছেন। তবে যে সাত আসামিকে বেকসুর খালাদ দেওয়া হয়েছে, তারা একেবারে যে নির্দোষ বা তাদের সংশ্লিষ্টতা নেই, তা কিন্তু নয়। আমরা এই বিষয়ে উচ্চ আদালতে আপিল করবো কিনা তা ভেবে দেখছি।”

রায়ের প্রতিক্রিয়া তিনি আরো বলেন, “মূল দুই খুনির ফাঁসি এবং বাকি ছয়জনের যাবজ্জীবন হওয়ায় আমরা সন্তুষ্ট। তবে সাতজনকে খালাশ দেওয়ায় সন্তুষ্ট হতে পারিনি।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন খান বলেন, “আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।”

Link copied!