• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সিগারেটের আগুন থেকে হাসপাতালে আগুন


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ১১:০০ এএম
সিগারেটের আগুন থেকে হাসপাতালে আগুন

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, “সদর হাসপাতালের পুরাতন ভবনের ছাদে ফোম-কাপড়সহ পুরোনো কিছু জিসিনপত্র রাখা হয়েছে। কেউ হয়তো কোনোভাবে ছাদে গিয়েছিল এবং সিগারেট খেয়ে সেখানে ফেলে আসে। সিগারেটের আগুন থেকেই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।”

ডা. মোহাম্মদ আমিনুল হক আরও বলেন, “খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদে রাখা জিনিসপত্রে সিগারেটের অতিরিক্ত অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।”

Link copied!