• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সিঁধ কেটে চুরি, বাদ যায়নি মসজিদও


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৬:৪৩ পিএম
সিঁধ কেটে চুরি, বাদ যায়নি মসজিদও

বগুড়ার শেরপুর উপজেলার বোংগা ও কালশিমাটি গ্রামে ১৫দিনে প্রায় ১৫টি বাড়িতে সিঁধ কেঁটে চুরির ঘটনা ঘটেছে। এতে বাদ যায়নি মসজিদও। এতে এলাকাবাসী ব্যাপক আতঙ্কে বসবাস করছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল উপজেলার গাড়ীদহ ইউনয়নের বিভিন্ন গ্রামের বাড়িতে হানা দিচ্ছে। সিঁধ কেটে ঘরে ঢুকে নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যাচ্ছে তারা। এসময় পরিবারের লোকজন চিৎকার দিলে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে পাশের এলাকায় গিয়ে আবার চুরি করে।

কথা হয় কালশিমাটি গ্রামের শহিদুল ইসলাম তুহিনের স্ত্রী রুমানার সঙ্গে। রুমানা বলেন, “আমরা মায়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। ভোরে আমাকে জানানো হয় সিঁধ কেটে চুরি করা হয়েছে।”

শফিকুর ইসলাম ফিদ্দু, ইয়াছিন, সায়েম, ইসলামাইল বলেন, “এই এলাকায় প্রায় প্রতিদিন সিঁধ কেটে চুরির ঘটনা ঘটছে। কালশিমাটি পূর্বপাড়া মসজিদের পানি ওঠানোর মেশিন চুরি হয়েছে। আমরা আতঙ্কে রাত্রি যাপন করছি।”

বোংগা গ্রামের মাবিয়া, কুলছুম বেগম বলেন, “প্রতিদিন সিঁধ কেটে চুরি হওয়াতে আতঙ্কে আছি। রাতে পাহাড়ার ব্যবস্থা করতে হবে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “সংঘবদ্ধ চোরেরদল সিঁধ কেটে চুরি করছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি। বিষয়টি আমাদের জানাও নেই।”

Link copied!