• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

সিঁধ কেটে একরাতে ৬ বাড়িতে চুরি


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৬:৫৭ পিএম
সিঁধ কেটে একরাতে ৬ বাড়িতে চুরি

কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জের একই এলাকায় ছয়টি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ আগস্ট) রাতের যেকোন সময় সিঁধ কেটে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মালমাল চুরি করে সিঁধেল চোরেরা। এতে চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। সেই সঙ্গে উদ্বেগ ও আতঙ্কে এলাকার মানুষ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ ইউনিয়নের হাজিরমোড় এলাকায় ছয়টি বাড়ির কাচা ঘরে সিঁধ কেটে ঘরের মালামাল চুরির বিষয়টি দেখতে পায় বাড়ির লোকজন। প্রায় সবার ঘর থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ অন্যান্য মালামালও নিয়ে গেছে চোরেরা। বুধবার গভীর রাতে সিঁধেল চোরেরা এ চুরি ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে। চুরি যায় মামুনুর রশীদ, আওলাদ মিয়া, মিজানুর রহমান, একাব্বর আলী, মোতালেব মিয়া ও দশ মিয়ার বাড়িতে।

মামুনুর রশীদ বলেন, “রাত একটা পর্যন্ত অনলাইনে ছিলাম। এরপর ঘুমিয়ে যাই। সকালে উঠে দেখি সিঁধ কেটে চুরি হয়েছে ঘরে। আড়াই হাজার টাকা, ব্যবসায়িক ডকুমেন্টসহ অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন নিয়ে গেছে চোর।”

আওলাদ মিয়া বলেন, “গভীর রাতে ঘুমিয়েছি। সিঁধ কেটে আমার দুটি মোবাইল নেয় চোর।”

একাব্বর আলীর ঘর থেকে পাঁচ হাজার টাকা, দশ মিয়ার তিন হাজার টাকা এবং মোতালেব মিয়ার একটি মোবাইল ফোন চুরি গেছে।

এছাড়াও কয়েকদিনে উপজেলায় বেশ কয়েকটি চুরির ঘটনা জানা গেছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি বলে জানান নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান। 

Link copied!