• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

সালথায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৭:২৭ পিএম
সালথায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে মারিছ শিকদার (৩৬) নামের একজন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার খারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। 

নিহত মারিছ একই এলাকার ছুরাপ শিকদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, “খারদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টুকু ঠাকুর ও রফিক মোল্যা গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় মারিছ শিকদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান বলেন, “পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” 


 

Link copied!