• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘সার্চ কমিটি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই’


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০২:২৩ পিএম
‘সার্চ কমিটি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না- এটা পরীক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই।’

নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন গ্রহণে ব্যর্থতা এবং সরকারের দেশ পরিচালনার ব্যর্থতার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এই দায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এবং সভানেত্রী শেখ হাসিনার। কোনোভাবে এই ব্যর্থতার দায় এড়াতে পারেন না তারা।’

মির্জা ফখরুল বলেন, “শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতে আমরা থাকবো না।”

এ সময় সার্চ কমিটির আহ্বানে সাড়া না দিলে বিএনপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অভিমতের বিষয়ে তিনি বলেন, “কোনো ধারণা নেই তাদের আইন সম্পর্কে। রাজনৈতিক দলের ওপর কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারেন না।”

মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে হরতাল দিয়ে আন্দোলন করা যায়। কিন্তু যে সরকার অবৈধ, সে সরকারের বিরুদ্ধে অন্য কৌশল অবলম্বন করে এগোতে হবে। বিএনপি আশা করে, এই কৌশলে সফলকাম হবে।”

Link copied!