৪র্থ ধাপ ইউনিয়ন পরিষদ (ইউনি) নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৮টির মধ্যে ৭টিতেই নৌকার জয় হয়েছে।
নব নির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।
সরিষাবাড়ির সাতপোয়া ইউনিয়নে মো. আবু তাহের, পোগলদিঘা ইউনিয়নে একেএম আশরাফুল ইসলাম মানিক, ডোয়াইল ইউনিয়নে মো. আব্দুর রাজ্জাক স্বপ্নন, আওনা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. বেলাল হোসেন, ভাটারা ইউনিয়নে বোরহানউদ্দিন বাদল, কামরাবাদ ইউনিয়নে মো. আব্দুস সালাম জিএস ও মহাদান ইউনিয়নে আনিসুর রহমান জুয়েল।
এ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫নং পিংনা ইউনিয়নের নির্বাচন হবে আগামী ৫ জানুয়ারি।