নোয়াখালীর সুবর্ণচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তফজল (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেটসংলগ্ন আদর্শ কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রাশেদ (১৯)। রাশেদ উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনির মৃত সাহাব উদ্দিন শাকুর ছেলে।
অভিযুক্ত তফজল একই এলাকার এনামুল হকের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
নিহতের বোন সুরমা ও খালা গুনাই বিবি জানান, রাশেদের খালাতো বোনের জামাই তফজল। পাওনা টাকা ও পূর্ববিরোধ নিয়ে তফজলের সঙ্গে কয়েক দিন আগে রাশেদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে বুধবার বিকেলে রাশেদকে পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করেন তফজল। পরদিন রাত ৮টার দিকে আদর্শ কলোনির হাসেম মাঝির বসতঘরে রাশেদকে আটকে রাখে। এরপর তফজল, হাসেম মাঝি ও তার স্ত্রী মিলে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন রাশেদ। একপর্যায়ে ছাড়া পেয়ে বসতঘরের সামনে মাটিতে লুটিয়ে পড়েন রাশেদ।
চরজব্বর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।