• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব’


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৩:২৯ পিএম
‘শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ (ভোলা সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এটা এখন বাস্তব।

শনিবার (১২ মার্চ) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিভাগীয় ৬ জেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, “এ সভার মধ্য দিয়ে তৃণমূল আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে করে আগামী সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে জয়যুক্ত করে।”

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, “প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, তা জনগণের কাছে তুলে ধরতে হবে। যাতে করে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা অবিচল থাকে।”

মতবিনিময় সভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ সভাপতিত্ব করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমের সঞ্চালনায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আমির হোসেন আমুও এতে বক্তব্য দেন।

মতবিনিময় সভায় ভোলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ঝালকাঠি ও বরগুনার জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতারা অংশ নেন।
 

Link copied!