• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শীতলক্ষ্যার তীরে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০৯:১৮ এএম
শীতলক্ষ্যার তীরে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ । 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাঁচপুরে মঞ্জিলখোলা মাদ্রাসার পাশে শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসার মাঠে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে নদীর তীরে বড় বস্তা দেখতে পেয়ে কৌতূহল বশত খুলে লাশ দেখতে পায়। পরে এলাকার লোকজন কাঁচপুর নৌ পুলিশে খবর দিলে পুলিশের একটি দল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

কাঁচপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কাঁচপুর মঞ্জিলখোলা মাদ্রাসা সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে বস্তাবন্দী ৫-৮টি ইটসহ এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 

Link copied!