• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

শিক্ষার্থীকে নির্যাতনের দায়ে মাদ্রাসার সুপার গ্রেপ্তার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০১:১১ পিএম
শিক্ষার্থীকে নির্যাতনের দায়ে মাদ্রাসার সুপার গ্রেপ্তার
নির্যাতনের শিকার শিহাব

পাবনার বেড়ায় মোবাইল ফোনে গজল শোনার অপরাধে এক মাদ্রাসাশিক্ষার্থীকে বর্বর নির্যাতনকারী মাদ্রাসার সুপার রহমত উল্লাহকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে বেড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রহমত উল্লাহ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার কর্ণঘোষ পাড়ার জসমত আলীর ছেলে।

নির্যাতনের শিকার শিক্ষার্থী শিহাব (১৩) বেড়া পৌর এলাকার বৃশালিখার রহিমা খাতুন মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র ও পৌর এলাকার স্যানালপাড়া মহল্লার মো. সোহেল রানার ছেলে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, “মাদ্রাসার ছাত্র শিহাবের নির্যাতনের বিষয়ে অভিযোগ পেয়েছিলাম। তদন্তপূর্বক ঘটনার সত্যতা পেয়ে মামলা করে মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাদ্রাসার আবাসিক রুমে শিহাব তার বন্ধুর মোবাইল নিয়ে গজল শুনছিলেন। সে সময় মাদ্রাসার সুপার রহমত উল্লাহ এসে মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে উপর্যুপরি বেত্রাঘাত করতে থাকেন। সে সময় তাকে শাসিয়ে এ ঘটনা কাউকে না জানাতে বলা হয়।

পরে অভিযুক্ত মাদ্রাসা সুপার রহমত উল্লার বিরুদ্ধে শিহাবের দাদা আবুল কালাম বাদী হয়ে বেড়া মডেল থানায় অভিযোগ দাখিল করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!