• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ০৭:০১ পিএম
শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

ফেনী জেলা ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। চার বছরব্যাপী ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সের মেয়াদ কমিয়ে তিন বছর করার প্রতিবাদে এ সমাবেশ করা হয়।

সকালে ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কারিগরি ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুর ইসলাম।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, চারবছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সের মেয়াদ তিন বছরে নিয়ে আসার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে শিক্ষাব্যবস্থায় বিরাজমান সংকট নিরসনের উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কারিগরি শিক্ষার সম্প্রসারণ, পলিটেকনিক শিক্ষাব্যবস্থায় তীব্র শিক্ষক স্বল্পতা নিরসন, ল্যাব ওয়ার্কসপ, ক্লাসরুম সংকট নিরসনসহ জাতীয় শিক্ষানীতি ২০১০ এর অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনটির নেতারা।

অপরদিকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, আইসিএসটিসহ দুটি সরকারি ও ছয়টি বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে শহরের ট্রাংক রোডে দোয়েল চত্বরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ফেনী জেলা সভাপতি প্রকৌশলী আবুল খায়ের, সাধারণ সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, ফেনী জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী চঞ্চল দে সরকার, সদস্য সচিব প্রকৌশলী নুর ইসলাম, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবদুর রহমান সুজন, প্রকৌশলী আরিফ জাহান, প্রকৌশলী আক্তার হোসেন প্রমুখ।

শেষে একই দাবিতে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন প্রকৌশলী নেতারা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!