দীর্ঘ ২৩ মাস পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটারের আয়োজনে মঞ্চস্থ হতে যাচ্ছে তিনদিন ব্যাপী পথ নাটক ‘আভাস’।
সোমবার (৭ মার্চ) সংগঠনের সভাপতি আব্দুল বাছিত সাদাফ এ বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুল বাছিত সাদাফ বলেন, “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘থিয়েটার এগেইনস্ট করোনা’ শীর্ষক কার্যক্রমের আওতায় দেশের ৩০০টি নাট্য, নৃত্য ও আবৃত্তিদলের অংশগ্রহণে স্বল্প ব্যয়ে, স্বল্প পরিসরে, বিকল্প স্থানে করোনার বিরুদ্ধে নতুন প্রযোজনা মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়।”
এই উদ্যোগের সঙ্গে সামিল হয়ে দীর্ঘ বিরতির পর শাবিপ্রবির অন্যতম নাট্য বিষয়ক সংগঠন ‘দিক থিয়েটার’ নিয়ে আসছে ৩১তম প্রযোজনা ‘আভাস’। নাটকটি রচনা করেন মোতাহের হোসেন সোহেল এবং নির্দেশনায় আছেন আব্দুল বাছিত সাদাফ।
সংগঠনের সভাপতি আরও বলেন, মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে, বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ২টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে, শনিবার (১২ মার্চ) বেলা ২টায় পাঠানটুলার গোয়াবাড়ির বিদ্যা সিঁড়ি স্কুলে নাটকটি মঞ্চস্থ হবে।
‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে ১৯৯৯ সালের ১৮ আগস্ট ‘দিক নাট্য সংঘ’ নামে যাত্রা শুরু শাবিপ্রবির ‘দিক থিয়েটার’।