• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

শহরজুড়ে চিপসের মোড়ক কলার খোসা অব্যবহৃত মাস্ক


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২২, ০১:১৬ পিএম
শহরজুড়ে চিপসের মোড়ক কলার খোসা অব্যবহৃত মাস্ক

কুড়িগ্রাম পৌর শহরজুড়ে ময়লা-আবর্জনা। চিপসের মোড়ক, কলার খোসা, অব্যবহৃত মাস্ক ও কোমল পানির পরিত্যক্ত বোতলসহ এরকম বিভিন্ন ময়লা আবর্জনা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ডাস্টবিন ময়লায় পরিপূর্ণ হওয়ায় রাস্তার পাশে ফুটপাতে এভাবে এসব পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে। দায়িত্ববানদের অবহেলা ও পৌর কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার ফলে পরিবেশ দূষিত হবার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন পৌরবাসী।

শনিবার (৬ আগস্ট) জেলা শহরের দাদামোড় থেকে গাড়িয়ালপাড়া, পুরাতন থানাপাড়া, পুরাতন স্টেশন পাড়া, পুরাতন পশুহাসপাতাল মোড়সহ একাধিক পৌর এলাকায় দেখা যায় এমন চিত্র। ডাস্টবিনে ময়লা জমে উপচে পড়ছে। লোকজন ডাস্টবিন পরিষ্কার না পেয়ে রাস্তার পাশে ময়লা ফেলছেন। বিভিন্ন জায়গায় সেসব ময়লা যত্রতত্র ছড়িয়ে পড়ছে। চারদিক উৎকট গন্ধে বাতাস ভারী হয়ে থাকছে। লোকজনকে নাক চেপে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে । বাতাসের দুর্গন্ধ নাগরিক জীবনকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেললেও এর বিন্দু মাত্র টের পান না পৌরসভার কর্তা-ব্যক্তিরা।

কুড়িগ্রাম পৌর শহরের বাসিন্দা হাবিবুল ইসলাম বলেন,“প্রতিদিন ডাস্টবিনের সামনের এসব ময়লা ডিঙ্গিয়ে মসজিদে নামাজ পড়তে যেতে হয়। যা খুবি বিরক্তিকর একটি বিষয়। প্রতিদিন ময়লা পরিষ্কারের কথা থাকলেও আজ কয়েকদিন ধরে বাড়ির সামনে ময়লার স্তুপ হয়ে আছে।”

গাড়িয়ালপাড়া দিয়ে চলাচলরত শিক্ষক দুলাল হোসেন বলেন, “আমাকে প্রতিদিন এ পথ দিয়ে নাক চেপে কোচিং এ যেতে হয়। গত এক সপ্তাহ ধরে ডাস্টবিনের এ ময়লাগুলো এভাবেই পড়ে আছে। পরিষ্কার করার কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের।”

পুরাতন পশু হাসপাতাল মোড়ের ব্যবসায়ী মাঈদুল ইসলাম বলেন, “দোকানের সামনে ময়লার ভাগাড় কয়েকদিন ধরে জমে আছে। দুর্গন্ধ আশপাশে ছড়াচ্ছে, ব্যবসা করতে খুবি সমস্যা হচ্ছে।”

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ও পরিবেশবিদ মীর্জা নাসির উদ্দিন বলেন, “দীর্ঘদিন ডাস্টবিনে ময়লা থাকার ফলে এখানে অনেক জীবাণু ও ব্যাকটেরিয়া জন্ম নেয়। যার কারণে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।”

নিয়মিত ডাস্টবিনের বর্জ্য অপসারণ বিষয়ে কুড়িগ্রাম পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক শ্রী চপল ব্যানার্জী বলেন, “আমাদের লোকবল সংকটের কারণে বর্জ্য অপসারণে কিছুটা বিলম্ব হচ্ছে। এই স্বল্প লোকবল দিয়ে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি শহরের বর্জ্যগুলো দ্রুত অপসারণ করবার। আপনি যেসব এলাকার কথা বললেন দ্রুতই এসব স্থানের বর্জ্য অপসারণ করা হবে।”

Link copied!