• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ২৭, ২০২২, ০৩:০০ পিএম
শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। শরণখোলা ও মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থসহায়তা দেওয়ার ঘোষণা করেছেন।

রাজাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন তালুকদার জানান, ফজরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে বাজারের বেল্লালের মুদিদোকান ও সুমনের কসমেটিকসের দোকানে আগুনের ধোঁয়া দেখতে পান। তাদের চিৎকারে লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়ে।

মো. কবির হোসেন তালুকদার আরও জানান, হার্ডওয়্যারের দোকানের কেমিক্যাল, মুদিদোকানের কেরোসিন ও কাপড়ের দোকান থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস শরণখোলা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানাতে দেরি করা ও রাজাপুর বাজারসংলগ্ন ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।

Link copied!