• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শরণখোলায় আবারও ধান ক্ষেত থেকে অজগর উদ্ধার


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২২, ০৭:৪৮ পিএম
শরণখোলায় আবারও ধান ক্ষেত থেকে অজগর উদ্ধার

সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের ধানক্ষেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে উদ্ধারকৃত অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহের লোকালয় থেকে দুটি অজগর উদ্ধার করা হলো।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় কর্মরত ওয়াইল্ড লাইফ টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, রোববার সকালে খবর পেয়ে উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের আসলাম আকনের ধানক্ষেত থেকে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ২ মে দুপুরে উপজেলার সোনাতলা গ্রামের ছগির ঘরামির মৎস্য খামার থেকে ১০ ফুট লম্বা অপর একটি অজগর উদ্ধার করা হয়েছিল। অজগরগুলো সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে।

বন বিভাগের সহায়তায় উদ্ধারকৃত দু’টি অজগর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনে অবমুক্ত করা হয়েছে বলে আলম হাওলাদার জানিয়েছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!