• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
প্যারোলে ৩ ঘণ্টার জন্য মুক্তি 

শপথ নিয়ে ফের কারাগারে চেয়ারম্যান


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৬:৪৯ পিএম
শপথ নিয়ে ফের কারাগারে চেয়ারম্যান

প্যারোলে ৩ ঘণ্টার জন্য মুক্তি পেয়ে শপথ নিলেন ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে তাকে শপথ করান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান।

পরে শপথ গ্রহণ শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। তিনি স্থানীয় এক দোকান কর্মচারী হত্যা মামলার অন্যতম আসামি।

সূত্র জানায়, পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার বাসিন্দা ছিল দোকান কর্মচারী শাহীন চৌধুরী। গত ২৩ ডিসেম্বর পাওনা টাকা চাওয়ায় দুষ্কৃতিকারীরা তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শাহীনের স্ত্রী মোছা. ফিরোজা বেগম (৫০) থানায় একটি লিখিত হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা আসামি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টোকে গ্রেপ্তার করে।

তার ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানির কথা রয়েছে আগামী ১৭ জানুয়ারি। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন ভুট্টো। তিনি মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!