• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

শপথ নিলেন ১৩ ইউপি চেয়ারম্যান


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৬:৩৪ পিএম
শপথ নিলেন ১৩ ইউপি চেয়ারম্যান

ফরিদপুরের মধুখালী ও সদরপুর উপজেলার নবনির্বাচিত ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক অতুল সরকার। এসময় ফরিদপুরের মধুখালী উপজেলার ৪ জন ও সদরপুর উপজেলার ৯ জন ইউপি চেয়ারম্যান এ শপথবাক্য পাঠ  করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আসলাম মোল্লার সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চ্ন্দ্র সাহা, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ প্রমুখ।

Link copied!