লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর পৌরসভার মেয়রসহ সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান (এনডিসি)।
শপথ গ্রহণকারীরা হলেন নবনির্বাচিত লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা হলেন আবুল খায়ের স্বপন, উত্তম দত্ত, জাহিদুজ্জামান চৌধুরী রাসেল, কামাল উদ্দিন খোকন, গোলাম মোস্তফা, আহসানুল করিম শিপন, জহিরুল ইসলাম, আবুল কালাম, মোহাম্মদ আলী, মো. আল আমিন, সুমন বিন তাহের, জসিম উদ্দিন, মাকছুদুর রহমান আলমগীর, রিয়াজ হোসেন রাজু, মো. রাকিবুল হাসান ভুঁইয়া রাজিব। এছাড়া শপথ নেওয়া সংরক্ষিত মহিলা কাউন্সিলরা হলেন রাহিমা বেগম, তাছলীমা আক্তার, নাহিদা আক্তার রিনা, শাহিনা আক্তার ফেরদৌসী ও বেগম লুলু।
শপথ শেষে পৌরসভার উন্নয়নে সকলকে নিয়ে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলররা।
লক্ষ্মীপুর পৌরসভায় মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন, “বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন, তাই মেয়র হতে পেরেছি। পৌর নাগরিকরা যাতে কোনো রূপ ভোগান্তির শিকার না হন, আমি সে চেষ্টা চালাব। প্রত্যেক পৌরবাসীকে তাদের সেবা পৌঁছে দিতে চাই। তাদের সুখ-দুঃখে কাছে থাকতে চাই।”
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ ভুঁইয়া মান্না, কেন্দ্রীয় যুবলীগের উপপরিবেশবিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ বাবর, যুবলীগ নেতা নজরুল ইসলাম।
গত ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক।