চুয়াডাঙ্গায় পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস ও কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন এবং জীবননগরের সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডিডিএলজি উপ-পরিচালক সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বক্তব্য রাখেন।
শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, “চেয়ারম্যানরা সকলের প্রতিনিধি। অনুরাগ-বিরাগের বশিভূত হওয়া যাবে না। তাহলে ৫ বছর পর আর ভাবতে হবে না। জনকল্যাণ ও দেশের কল্যাণের চিন্তা করবেন। অসহায়, দু:স্থ ও গরীব মানুষের কথা আগে ভাববেন। আত্মীয়-স্বজন না। আগামী ৫ বছর মানুষের সর্বোচ্চটা দেবেন। সরকারের সকল ধরণের সেবা জনগণের মধ্যে পৌঁঝে দিতে হবে।
গত ১১ নভেম্বর দামুড়হুদা উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ ও জীবননগর উপজেলার ১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।