কুমিল্লায় লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাজিরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের একজন বুড়িচং উপজেলার পারুরায়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. মোরশেদ। অন্যজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরও বলেন, ওই দুই যুবক মহাসড়ক দিয়ে নাজিরবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে উভয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। লরিটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।