• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

লক্ষ্মীপুর পৌর নির্বাচনে নৌকার মাঝি মাসুম


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৭:৫২ পিএম
লক্ষ্মীপুর পৌর নির্বাচনে নৌকার মাঝি মাসুম

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাতপাখা প্রতীকের জহিরুল ইসলাম।

নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো লক্ষ্মীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

এর আগে লক্ষ্মীপুরের আলোচিত পৌর মেয়র আবু তাহেরকে বাদ দিয়ে মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়াকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ১৫টি ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলে। 
 

Link copied!