• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

লকডাউনের মধ্যে বিয়ে, অর্ধলক্ষ টাকা জরিমানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:২৪ এএম
লকডাউনের মধ্যে বিয়ে, অর্ধলক্ষ টাকা জরিমানা

সুনামগঞ্জে লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করার অপরাধে কমিউনিটি সেন্টরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) দুপুরে ছাতক উপজেলার সিরাজগঞ্জ বাজারে অবস্থিত জহুরা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুস সালাম। উপজেলার সিরাজগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি।

পুলিশ জানায়, জহুরা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কমিউনিটি সেন্টরের মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করাসহ বর ও কনের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়।

তাপশ শীল বলেন, করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে এই জরিমানা আদায় করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি বিধি নিষেধ পালনে সবাইকে সহযোগিতা করা হবে।

Link copied!