• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ১২:৫০ পিএম
র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।  

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত দেড়টার দিকে পাথরঘাটা উপজেলার বাদুরতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবুল বাশার জানান, বাদুরতলা এলাকার বিষখালী নদীর একটি জঙ্গলে অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছুড়লে পাল্টা জবাব দেয় র‍্যাব। দুই পক্ষের গুলি বিনিময়ের পর জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক জলদস্যুর গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনাস্থল থেকে একটি রিভলভার, একটি দোনলা বন্দুক, একটি শাটারগান, দুটি রামদা, চার রাউন্ড কার্তুজ ও ৭ রাউন্ড রাবার বুলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ পাথরঘাটা থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি আবুল বাশার।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!