• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৬:২৮ পিএম
রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা 

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা নেতা। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতা আবুল কালাম কুতুপালং শিবিরের বাসিন্দা। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব-মাঝি মো. জাফর।

বিষয়টি নিশ্চিত করে ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, “নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষের ঘটনা ঘটে।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংঘর্ষে আহতদের একজন মারা গেছেন।”

এ ঘটনায় আসামি ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা বলেন, “কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিন জন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এর মধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।”

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, “কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!