• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৬:২৬ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন 

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লেগেছে।

রোববার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে (শফি উল্লাহ কাটা) আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক।

নাইমুল হক বলেন, “১৬ নম্বর ক্যাম্পের ‘জি’ ব্লকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের টিম ছুটে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে সেখানে। 

Link copied!