• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

রেললাইনে রোদ পোহাতে গিয়ে ৪ জনের মৃত্যু 


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১২:০২ পিএম
রেললাইনে রোদ পোহাতে গিয়ে ৪ জনের মৃত্যু 

নীলফামারী সদর উপজেলায় রেললাইনের ওপর বসে রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কুন্দুপুকুর ইউনিয়নের বউবাজার কলেজ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলো মোমিনুর রহমান (৫), মিনা (৭) ও লীনা (৮)। ওই তিন শিশুকে বাঁচাতে গিয়ে শামীম হোসেন (৩০) নামের একজনের মৃত্যু হয়। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কুণ্ডপুকুর ইউনিয়নে। শামীম হোসেন সেখানকার লাইনম্যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সংবাদ প্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!