কিশোরগঞ্জে ভৈরবে স্বামী পরিত্যক্তা এক নারীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে আমলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শফিকুল আমলাপাড়া এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শফিকুলসহ দুইজনকে আসামি নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই নারী আমলাপাড়া এলাকায় সিকদার বাড়ির গলিতে পৌঁছালে শফিকুল ও তার সহযোগী জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি পুলিশ জানতে পেরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে ওয়ানস্টপ ত্রুাইসিস সেন্টারে প্রেরণ করেছে পুলিশ।
ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শফিকুল ইসলামকে প্রধান আসামি ও ধর্ষণের সহযোগিতা করায় আবুল মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ভিকটিমকে অধিকতর পরীক্ষার জন্য আজ (বুধবার) সকালে ওয়ানস্টপ ত্রুাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।