• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাব্বানীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৫:০৫ পিএম
রাব্বানীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

মাদারীপুরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর রাজৈর উপজেলা ইশিবপুর ইউনিয়নের গ্যংকান্দি শাখারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা এবং একই এলাকার জহিরুল মাতুব্বর।

রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল জানান, সোমবার রাতে অভিযোগ মামলা হিসেবে নেওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে মামলার বাদী রাব্বানীর বাবা এম এ রশীদ আজাদ অভিযোগ করেন, হামলার মূল হোতা নবনির্বাচিত চেয়ারম্যানকে বাদ দিয়ে পুলিশ মামলা নিয়েছে।

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে গত ২৬ ডিসেম্বর বেলা পৌনে ৩টার দিকে হামলার শিকার হন গোলাম রাব্বানী।

Link copied!