• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে মৃত্যু কমেছে


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৯:৪৯ এএম
রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে মৃত্যু কমেছে

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা কমেছে। হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১ জন ও করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৩, নাটোরের ১, নওগাঁর ২ ও কুষ্টিয়ার ১ জন রয়েছেন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। বর্তমানে হাসপাতালটিতে করোনা রোগী ভর্তি আছেন ২০৯ জন। মোট ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ৫৮ জন।

এদিকে করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫১৩।

নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জনের। এর ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪।

Link copied!