• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৬:৫১ পিএম
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
ফাইল ছবি

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই শ্রমিকরা দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়ে বাস কাউন্টারে থাকা কয়েকজন টিকিট মাস্টার গণমাধ্যমকে জানান, দৈনিক মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে মালিক পক্ষকে অনেকবার জানানো হয়েছে। কিন্তু তারা সেই দাবি না মানার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়ন।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, “শুধুমাত্র দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন অনেকেই বাস বন্ধ করছে শুনেছি।”
 

Link copied!