• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

রাজবাড়ীতে ৮ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ১১:৫০ এএম
রাজবাড়ীতে ৮ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৮ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার অধীনস্থ ইউনিয়নসমূহে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে অংশগ্রহণ করায় দলের গঠনতন্ত্রের ৪৭ ধারা এবং কেন্দ্রের নির্দেশনা মোতাবেক কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দল থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃতরা হলেন মিজানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কবির উদ্দিন শিকদার বাবলু, আলীপুর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক, মূলঘর ইউনিয়নের এস.এ. হিরু, সুলতানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিয়া, বসন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সরদার ও বর্তমান চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবু, খানগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাহার হোসেন তকদির এবং রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!