• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৫


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০৯:০২ পিএম
রংপুরে ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৫

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে। একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এরপর  চিকিৎসাধিন অবস্থায় আরও তিনজন মারা যায় বলে ফায়ার সার্ভিস সদস্যরা জানিয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) বেলা একটার দিকে নগরের মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটান পুলিশের মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে অটোরিকশার চালক, একজন শিশুসহ দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহত একজন নারীসহ তিনজনের নাম জানা যায়নি।

নিহতরা হলেন রংপুরের পীরগাছা উপজেলার দেবী চৌধুরানী এলাকার অটোরিকশার চালক রাজা মিয়া (৪৬) এবং জান্নাত মাওয়া (৫)।

পুলিশ জানিয়েছে, রংপুর নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল নামক স্থানে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই নারীসহ দুই যাত্রী নিহত হন। আহত হন আরও ছয়জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আরও তিনজন মারা যায়। নিহতদের কারোই পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তারা গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ি বলে জানা গেছে।

Link copied!