• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

যৌতুক মামলায় কারাগারে পুলিশ সদস্য 


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৭:৪১ পিএম
যৌতুক মামলায় কারাগারে পুলিশ সদস্য 

শেরপুরে যৌতুক মামলায় শাহাদাত হোসেন লাবন (২৪) নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে মামলার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামি শাহাদাত হোসেন লাবন পার্শ্ববর্তী জামালপুর জেলা সদরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের শাহআলমের ছেলে। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউপির সাতপাকিয়া গ্রামের জহির উদ্দিনের মেয়ে জীবনা আক্তার পপিকে বিয়ে করে পুলিশ কনস্টেবল শাহাদাত হোসেন লাবন। দাম্পত্য জীবনের এক পর্যায়ে যৌতুকের দাবিতে স্ত্রী পপিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতে শুরু করে শাহাদাত। 

পরে ২০২১ সালের ১৫ আগস্ট পপির বাবার বাড়িতে এসে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে শাহাদাত। এ ঘটনায় একই বছরের ১৩ অক্টোবর শেরপুর সদরের আদালতে যৌতুক নিরোধ আইনে শাহাদাত হোসেনকে আসামি করে একটি নালিশী মামলা দায়ের করেন পপি। ওই মামলায় জামিনে যাওয়ার পর মামলার বাদী পপিকে মারধর করায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরও একটি মামলা করেন ভুক্তভোগী পপি।

মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল জানান, যৌতুক মামলায় দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে কনস্টেবল শাহাদাত হোসেনের পূর্ব জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!