• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘যেকোন দুর্যোগে পাশে আছে সরকার’


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৪:৫৯ পিএম
‘যেকোন দুর্যোগে পাশে আছে সরকার’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “চিন্তার কিছুই নেই, যেকোন দুর্যোগে জনগণের পাশে আছে বর্তমান সরকার।” 

শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের সময় পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, “এই দেশের মানুষের কোনো ভয় নেই। তাদের সুখ-দুঃখে সব সময় পাশে আছে সরকার। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাসহ নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।”

সাবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে এম এ মান্নান বলেন, “করোনা মহামারির এই করুণ পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদেরকেও চেষ্টা করতে হবে। নিজেদের পথ নিজেরাই পরিষ্কার রাখতে হবে। ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে। কাজ করা মন্দ কিছু না। যে কাজ করেন সে কাজই সম্মানের। এই দেশে কাজের কোনো অভাব নেই।”

উপজেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ-জামান, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, ওসি কাজী মোক্তাদির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!