• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুবক হলেন ‘অন্তঃসত্ত্বা’


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৪:৪৫ পিএম
যুবক হলেন ‘অন্তঃসত্ত্বা’

বিদেশ যাওয়ার লক্ষ্যে হেপাটাইটিস-বি পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন সবুজ মিয়া (২৫)। তবে নমুনা পরীক্ষার ফল দেখে তার চক্ষু চড়কগাছ! প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ‘অন্তঃসত্ত্বা’। এ নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ সবুজ।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ মার্চ সবুজ মিয়াকে এ প্রতিবেদন দেওয়া হয়।

সবুজ মিয়া গণমাধ্যমকে জানান, লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তারই অংশ হিসেবে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস-বি পরীক্ষার জন্য ১ মার্চ রক্তের নমুনা দেন। ৩ মার্চ পরীক্ষার ফল দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয় তিনি ‘অন্তঃসত্ত্বা’।

এমনকি এখন পর্যন্ত সেই প্রতিবেদনটি সংশোধনের ব্যবস্থাও করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রতিবেদনে স্বাক্ষর করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন। গণমাধ্যমকে তিনি বলেন, “ভিড়ের মধ্যে ভুল করে এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।”

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান জানান, হেপাটাইটিস-বি পরীক্ষা করতে গিয়ে কোনো যুবকের ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার রিপোর্ট আসার কথা নয়।

প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!