• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

যুবককে কুপিয়ে হত্যা


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৯:০২ পিএম
যুবককে কুপিয়ে হত্যা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিদ্যুতের তার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে নাহিদ মিয়া (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পিটাইটিকর গ্রামে মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় এ ঘটনা ঘটেছে। নিহত নাহিদ মিয়া উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পিটাইটিকর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। আহতরা হলেন জুলি বেগম (২০), জাসমিন বেগম (৩৮) ও ফাহিম আহমদ (১৭)।

নিহতের প্রতিবেশীরা জানান, মঙ্গলবার আলতাফ হোসেনের ঘরের উপর দিয়ে নুরুল মিয়া বিদ্যুতের তার নিতে চেয়েছিলেন। আলতাফ হোসেন নিজের বসতঘরের উপর দিয়ে বিদ্যুতের তার নিতে তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ও তার ছেলে-মেয়েরা মিলে দেশীয় অস্ত্র দিয়ে আলতাফ হোসেনের ছেলে নাহিদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা নাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের তার লাগানো নিয়ে সংঘর্ষে নাহিদ মিয়া মারা যান। এছাড়াও তাদের মধ্যে জমি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Link copied!